লক ডাউন মানার অনুরোধ নিয়ে বেহালার রাস্তায় ঘুরলেন পার্থ চ্যাটার্জি

আমাদের ভারত, কলকাতা, ২৮ মার্চ: লক ডাউন মানার অনুরোধ নিয়ে কলকাতার বেহালার রাস্তায় ঘুরলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি। শনিবার সকালে তিনি বেহালার রাস্তায় রাস্তায় ঘোরেন। সেখানেই বেহালাবাসীদের অযথা রাস্তায় ভিড় না করার কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তবে মানুষের অসুবিধে এড়াতে রাজ্য সরকার জরুরি বাস পরিষেবা চালু রেখেছে। প্রয়োজন না পড়লে মানুষকে জরুরি বাস পরিষেবা ব্যাবহার না করার কথা বলেন তৃণমূলের মহাসচিব। পাশাপাশি করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত না হবার কথা বেহালাবাসীদের বলেন পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, রাজ্য সরকার করোনা নিয়ে সবরকম ব্যাবস্থা গ্রহণ করেছে। মানুষ সচেতন হলেই রাজ্য এর মোকাবিলা করতে পারবে বলে জানান রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here