তেলের ভান্ডার অশোকনগরে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ ডিসেম্বর: এবার তৈল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় উঠতে চলেছে উওর ২৪ পরগণার অশোকনগরের নাম। রবিবার পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ওই দিন এলাকায় ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আর তারই তোরজোড় চলছে অশোকনগরে।

কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফে পরীক্ষা নিরীক্ষা চলছিল। ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে। পরীক্ষায় সবুজ সংকেত পাওয়ার পর সরকারের কাছে কুড়ি একর জমির প্রয়োজন বলে জানিয়েছে ওএনজিসি। কিছু জমি পেয়েও গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী আসার খবরে তড়িঘড়ি তৈরি হয়েছে পাকাপোক্ত পিচের রাস্তার কাজ। অশোকনগর নৈহাটি রোড থেকে একেবারে তৈল উত্তোলন কেন্দ্র পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তার কাজ খুব দ্রুত গতিতে শেষ করেছে।

এই বিষয়ে তৃণমূল বিধায়ক ধীমান রায় আক্ষেপের সুরে বলেন, “যখন জমির সমস্যা ছিল তখন ওএনজিসি বেশ কয়েকবার যোগাযোগ করেছে তবে ইদানিং কালে ওএনজিসি তৈল ও উত্তোলনের প্রক্রিয়া শুরু হলেও তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে।” তবে বিধায়ক আরও জানান, যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে তাতে সরকার লাভবান হবে। এতদিন ধরে এলাকার বাসিন্দারা যাঁরা জমি চাষ করছে তাদের যাতে কর্মসংস্থান হয় এর জন্য তিনি আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত দুই বা তিন ফসলি জমি ভোগ দখল করা কৃষকদের কাছ থেকে নেওয়া হলেও কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here