পেটুয়াঘাট মৎস্য বন্দর চালুর মুখে, দিঘা মোহনা সহ বাকিগুলি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জুন: করোনা ও আমফানের পর সব রকমের জটিলতা কাটিয়ে আগামী ১৫ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর কাঁথির পেটুয়াঘাট। পেটুয়াঘাট তৈরি হলেও দীঘা শঙ্করপুর সহ অন্যান্য মৎস্য বন্দরগুলি এখনো তৈরী নয়।

অবশেষে মাছ ধরতে যাওয়া নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাটের। আজ সকাল দশটা নাগাদ এলাকার সমস্ত গ্রাম প্রধান, এলাকাবাসী, প্রশাসনিক আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে শুরু হয় আলোচনা সভা। এই আলোচনাতেই সর্বসম্মতভাবে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুন থেকে শুরু হতে চলেছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ও লোনা মাছের পাইকারি বাজার। এই মৎস্য বন্দর খোলার আগে করা হবে স্যানিটাইজ। এছাড়াও সাধারণ মৎস্যজীবীদের জন্য এই বন্দরের মধ্যেই থাকছে অস্থায়ী স্বাস্থ্য শিবির।

পেটুয়াঘাট জটিলতা কাটিয়ে তৈরি হলেও এখনো জটিলতা কাটেনি দিঘা মোহনা, শংকরপুর, মান্দারমনি, শৌলার মতো মৎস্য বন্দর বা বাজারগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *