অখিল ভারতীয় প্রজ্ঞা প্রবাহের লোকপ্রজ্ঞা আরামবাগ চর্চা কেন্দ্রের বনভোজন

আমাদের ভারত, আরামবাগ, ৫ ফেব্রুয়ারি: অখিল ভারতীয় প্রজ্ঞা প্রবাহের লোকপ্রজ্ঞা আরামবাগ চর্চা কেন্দ্রের বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার, আরামবাগের রাধানগর রাজা রামমোহন রায়ের পৈতৃক ভিটাতে।

এদিন রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, ভারতমাতা, স্বামী বিবেকানন্দ, নেতাজীর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে, পুষ্পার্ঘ্য অর্পণ, সংগঠন মন্ত্র পাঠ ও পূর্ণ জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজীর আদর্শ আলোচিত হয়। স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ বিষয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শ্রী দেবাশীষ বেজ শ্রী পিন্টু মন্ডল, শ্রী আশীষ সরকার, শ্রী মনোরঞ্জন হাজরা সহ বিশিষ্ট জনেরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here