লকডাউনে পুরুলিয়া শহরে খাবারের দোকানে পুলিশ কর্মীদের জটলা আর চা খাওয়ার ছবি

সাথী দাস, পুরুলিয়া, ৮ আগস্ট: সকালে খাবারের দোকানে পুলিশ কর্মীদের জটলা আর চা খাওয়ার ছবি দেখা গিয়েছে পুরুলিয়া শহরে। আর দিন ভর
লকডাউন মেনে চললেন আম জনতা। ব্যতিক্রম কিছু মানুষ লকডাউন না মানার অভিযোগে আটক হন। সাপ্তাহিক লকডাউনের শনিবার কার্যত এমনই ছবি দেখা গিয়েছে।

তবে, এদিন সকাল থেকে পুলিশের বিশেষ অভিযান দেখা গিয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া টাউন থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, সংযোগ স্থলে কড়া নজরদারি চলে। চলে রুট মার্চ। লক ডাউন কার্যকর করতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

এদিন সাত সকালে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের বাইরে উইল কক্স রোডে খাবারের দোকানে দেখা যায় জটলা। ইউনিফর্ম ছাড়া পুলিশ কর্মীদের চা খেতেও দেখা গিয়েছে সেখানে। প্রায় একই সময়ে পুলিশের একটা বড় অংশ করোনা আবহে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যস্ত ছিলেন। পুলিশের কড়া নজরদারির কারণে
দিনভর রাস্তা প্রায় মানুষ শূন্য ছিল। দিন দিন সংক্রমণের হার বাড়তে থাকায় খানিকটা আতঙ্কে সর্বাধিক মানুষ লকডাউন সমর্থন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *