‘পাতাল লোক’-এর অনলাইন স্ট্রিমি়ংয়ে বিভিন্ন জাতিকে অপমান: জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ৫ জুন: মাসখানেক আগে থেকে ‘পাতাল লোক’ নামে একটি ওয়েবসিরিজ চালু হয়েছে একটি অনলাইন স্ট্রিমিং চ্যানেলে। ওই ওয়েবসিরিজটিতে শিখ, জাঠ এবং নেপালি সম্প্রদায়ের মানুষজনের সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করে তাদের অপমান করা হয়েছে, এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। ১১ জুন এই মামলার পরবর্তী শুনানি।

বলিউডের বিখ্যাত অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজ থেকে তৈরি হয়েছিল এই ওয়েবসিরিজ ‘পাতাল লোক’। আদালত সূত্রে খবর, সেই নিয়ে রিট পিটিশন দায়ের করেন সিংহবাহিনীর সভাপতি তথা সমাজকর্মী দেবদত্ত মাজির আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়।

সেখানে তিনি উল্লেখ করেন, ওই ওয়েবসিরিজটিতে শিখ, জাঠ এবং নেপালি সম্প্রদায়ের মানুষজনের সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করে তাদের অপমান করা হয়েছে। বিষয়টি দেখে আদালতের পক্ষে জানানো হয়, পরবর্তী শুনানি ১১ জুনের মধ্যে হবে। ভারত সরকারকে বিষয়টি বুঝতে এবং অনলাইন স্ট্রিমিং চ্যানেলটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এই নির্দেশ ভারত সরকারের কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রককে, অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজকে এবং ওই অনলাইন স্ট্রিমিং কর্তৃপক্ষকে কপি করে হাইকোর্টের তরফে পাঠানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here