পঞ্চমুণ্ডীর আসনে অধিষ্ঠিত পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতড়ের কালী, সকাল থেকেই পুণ্যার্থীর সমাগম

সাথী দাস, পুরুলিয়া, ২৪ অক্টোবর: পুরুলিয়া জেলার মৌতড়ের মা বড় কালী মন্দিরে সকাল থেকেই উপচে পড়ল হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। কালী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান এখানে। ভক্তরা বিশ্বাস করেন, এখানে দেবীর কাছে মানত করলে তা পূর্ণ হবেই। শুধু পুরুলিয়া নয়, এখানে পুজো দিতে সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তরা।

মন্দিরের পূজারীদের দাবি, কার্ত্তিক মাসের অমাবস্যায় দেবীর পুজোর জন্য সুদূর ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ থেকেও আসেন বহু ভক্ত। পূজোর দু’দিন লক্ষাধিক ভক্ত মায়ের মূর্তি দর্শন করেন। মৌতড়ের কালীপূজো ঠিক কত বছর ধরে চলে আসছে তার সঠিক হিসেব পাওয়া যায় না। তবে, মন্দিরটি তিনশ বছরের বেশি প্রাচীন বলে জানা যায়। সম্প্রতি এখানকার মন্দিরের আমূল সংস্কার করা হয়েছে।

গ্রামের প্রবীণরা জানান, এই মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। অতীতে সাধকরা এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। এখানে বহু সাধক তান্ত্রিক ও কাপালিক এসেছেন। পশুবলি এখানকার পূজোর অন্যতম বড় বৈশিষ্ট্য। সারাবছরের মাত্র একটি দিন এখানে বলি হয় না। সেই দিনটি হল দুর্গা অষ্টমী তিথি। ওই দিন দেবীর আরেক রূপ উমার পুজো হয়ে থাকে একই উপচার মেনে। কালী পূজোর রাতে বারো থেকে পনের হাজার ছাগল বলি হয় এখানে। পঞ্চাশেরও বেশি হয় মহিষ বলি। যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য কালীপুজোর দিন বাঁশের মজবুত বেড়া দিয়ে বলির প্রাঙ্গন ঘিরে দেওয়া হয়।

ওই দিন লম্বা লাইন দিয়ে ভক্তরা দেবী দর্শন করেন। কালী পূজো উপলক্ষ্যে বিশাল মেলা হয় মন্দির চত্বরে। এই মেলারও একটি বৈশিষ্ট্য আছে। সন্ধ্যের পর থেকে ভিড় জমে এই মেলায়। মেলা চলবে সারা রাত। দিনে দিনে কলেবর বাড়ছে এই মেলার। মন্দিরে বাড়ছে ভক্তদের সংখ্যাও। করোনা মহামারীতে ব্যাতিক্রম ঘটেছিল মেলার। তবে, পূজোর রীতির বদল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *