ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের মান ভঞ্জনে ব্যর্থ পিকের টিম

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ ডিসেম্বর:
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্তের মান ভঞ্জনে পিকের টিম মঙ্গলবার দুপুরে শীলভদ্র দত্তের ব্যারাকপুরের অফিসে এসে বৈঠক করেন। তবে, সেই বৈঠক ব্যর্থ হয়েছে বলে খবর। মাত্র কিছুক্ষণ এই বৈঠিক চলে। বৈঠক শেষ হওয়ার পর শীলভদ্র দত্ত জানিয়েছেন, যে সিদ্ধান্ত একবার নিয়ে ফেলেছেন, তা থেকে সরে আসার প্রশ্ন নেই। ফের জানিয়ে দেন, তৃণমূলের টিকিটে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ নির্বাচনে লড়বেন না তিনি। তিনি আরো জানান, দলের একাংশ যেভাবে বেসুরোদের বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে তৃণমূলের একাংশ চাইছে বেসুরো যারা গাইছে তারা দল থেকে চলে যাক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here