ফরাক্কা ষ্টেশনে নাশকতার ছক, জারি রেড অ্যালার্ট

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ষ্টেশনে জারি হল রেড অ্যালার্ট। ভারতের চারটি রেলওয়ে স্টেশনের উপর বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিনের নজর পড়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন একটি রয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার ২৬ জানুয়ারির আগে নিউ ফরাক্কা স্টেশনে সন্ত্রাসবাদীদের নজর রয়েছে। তার জেরে চলছে কড়া নজরদারি এবং নাকা চেকিং। ফাঁকা করে দেওয়া হয়েছে স্টেশন চত্বর। যৌথ ভাবে নজরদারি চালাচ্ছে জিআরপি এবং আরপিএফ। রবিবার সকালে ক্রাইম ব্রাঞ্চের একটি দল নিউ ফরাক্কা স্টেশনে টহলদারি করে যায়। স্টেশনে ঢোকার মুখে চলছে তল্লাশি, কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ জিআরপি এবং আরপিএফ জওয়ানরা।

নিউফারাক্কা সহ মালদহ ডিভিশনের চারটি রেল ষ্টেশনে বড় ধরনের নাশকতা হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যার জেরে গত বৃহস্পতিবার থেকেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে হয় স্টেশনগুলো।
ষ্টেশন মাষ্টার এস শর্মা জানান, ‘মালদহ ডিভিশনের চারটি রেল ষ্টেশনে হাই অ্যালার্ট রয়েছে। তার মধ্যে নিউ ফরাক্কা রেল ষ্টেশন রয়েছে। জিআরপি ও আরপিএফ যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে নাশকতা রুখতে। পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here