আমাদের ভারত, ২৪ নভেম্বর: গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধুমাত্র করোনার ভ্যাকসিনের জন্য। এখনো পর্যন্ত বেশ কয়েকটি টিকা ট্রায়াল’ চলছে। মঙ্গলবার দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, করোনার টিকা ট্রায়াল’ এখন শেষ পর্যায়ে। সেই টিকা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় তার একটা পরিকল্পনা সব রাজ্যকেই তৈরি করে রাখতে হবে।
মোদী বলেন কীভাবে এই টিকা সাবলীলভাবে দেশবাসীর কাছে পৌঁছাতে পারে তার একটা পরিকাঠামো তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন করোনা ভ্যাকসিন নিয়েও রাজনীতি শুরু হয়েছে। তবে সব রাজ্যেরই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত কিভাবে তা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, কিভাবে করোনার ভ্যাকসিন সরবরাহ করা যায় তার পরিকল্পনা সম্পর্কে লিখিতভাবে তাঁর কাছে যেন সবাই পাঠান। সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মোদী বলেন, “কারোর উপরে চাপিয়ে দেওয়ার কিছু নেই। সবার চেষ্টাতেই আজ ভারতের করোনা পরিস্থিতি অন্যান্য দেশের থেকে অনেকটাই ভালো।”
তিনি আরোও বলেন, কখন ভ্যাকসিন পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। গোটা বিষয়টাই বিজ্ঞানীদের ওপর নির্ভর করছে। ভ্যাকসিনের ট্রায়াল এখন শেষ পর্যায়ে। দ্রুত আমরা ভ্যাকসিন পেতে চাইছি, কিন্তু তার নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। কোন ভ্যাকসিন ভারতে ব্যবহার করা যাবে সেটাও দেখতে হবে।
মোদী বলেন, সবাইকেই ভ্যাকসিন সরবরাহের জন্য একসঙ্গে কাজ করতে হবে। রাজ্যগুলিকে ভ্যাকসিন মজুদ করার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থাও করতে হবে বলে জানিয়েছেন তিনি।