সমাজসেবীদের উদ্যেগে, পৌর প্রশাসকের সহযোগিতায়, মেদিনীপুর কলেজ মাঠে চারাগাছ রোপণ ও পার্থেনিয়াম নিধন

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: বেশ কিছুজন সমাজসেবীদের উদ্যোগে এবং মেদিনীপুর পুরসভার পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষের সহযোগিতায় সোমবার সকালে মেদিনীপুর শহরের কলেজ-কলিজিয়েট ময়দানের প্রাচীরের ধারে ৮টি চারাগাছ রোপণ ও পার্থেনিয়াম ধ্বংস কর্মসূচি অনুষ্ঠিত হল। গত ৫ জুন পরিবেশ দিবসের দিন এঁদের উদ্যোগে বেশ কিছু চারাগাছ লাগানো হয়েছিল তার কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় সেই জায়গা গুলিতে গাছ লাগানো হল। পাশাপাশি পুরসভার পৌর প্রশাসকের সহযোগিতায় বেশ কিছু পার্থেনিয়াম গাছ ধ্বংস করা হল।

সমাজসেবী রীতা বেরা, গোপাল সাহা, পারমিতা সাউ এই কর্মসূচির মূল উদ্যোক্তা। আর এঁদের আহ্বানে সাড়া দিয়ে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, সুগত চক্রবর্তী, সুতীর্থ মাইতি, শুভাশীষ গাঙ্গুলি, ইন্দ্রদীপ সিনহা, নরোত্তম দে, রঞ্জিত দাস, পিন্টু সাউ, সৌমদীপ দাস, সুদীপ্তা দে, রত্না দে, সুস্মিতা পাল, কৃষ্ণা চ‍্যাটার্জি, নন্দিতা দে, মৈথিলী ঘোষ প্রমুখ। ছিলেন পারমিতা সাউ, রীতা বেরা, গোপাল সাহারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *