৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে দেশের নারী শক্তির প্রশংসা প্রধানমন্ত্রীর, উৎসাহিত করলেন অঙ্গদানে

আমাদের ভারত, ২৬ মার্চ: প্রধানমন্ত্রীর ৯৯ তম মন কি বাতে অনুষ্ঠানে দেশের নারী শক্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের একাধিক নজির তুলে ধরে মোদীর দাবি দেশের ক্ষমতায়নে মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। মহিলাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশকেও এগিয়ে নিয়ে গেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, মহিলারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দেশের উন্নয়নে। মোদী বলেন, দেশের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মহিলারা। গত ৭৫ বছরে প্রথমবার নাগাল্যান্ডের দুই মহিলা জনপ্রতিনিধি বিধানসভার অংশ হয়েছেন। তিনি আরো জানান, রাষ্ট্রসঙ্ঘের শান্তি রক্ষা মিশনে মহিলা বাহিনী মোতায়েন করেছে ভারত। মহিলারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শক্তি প্রদর্শন করছেন।

তবে প্রধানমন্ত্রীর ৯৯ তম মন কি বাতের অংশ ছিল দিঘার মৎস্যজীবীরাও। আজ তাদের অভাব অভিযোগ এদিন শোনেন প্রধানমন্ত্রী। রবিবার সকালের এই অনুষ্ঠানে ১২ রাজ্যের মানুষজনের অভাব অভিযোগ শোনেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই ছিলেন দিঘার মৎস্যজীবীরাও। তাদের অভাব অভিযোগ শোনেন মোদী। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর এই ভূমিকায় উজ্জীবিত মৎস্যজীবীরা।

মন কি বাত মহিলা ক্ষমতায়ন তাদের উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি অঙ্গদানেও উৎসাহ দেন প্রধানমন্ত্রী। অঙ্গদান করেছেন এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে সারাদেশে ৫০০০ অঙ্গদানের নজির ছিল। ২০২২ সালে ১৫ হাজারেরও বেশি অঙ্গদান হয়েছে। একই সঙ্গে কোভিডের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হবার কারণে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন কোভিড বিধি মেনে চলতে ও নিজের আশপাশের এলাকায় পরিচ্ছন্ন বজায় রাখতে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here