কৈলাস বিজয়বর্গীয়র জায়গায় আসতে চলেছেন পিএম রাও

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ ডিসেম্বর: কৈলাস বিজয়বর্গীয়র জায়গায় আসতে চলেছেন পি মুরলীধর রাও। দক্ষিণের এই বিজেপি নেতাকে বাংলার দায়িত্ব তুলে দিচ্ছে দিল্লি।

পিএম রাওজি প্রথমে সংঘের স্বয়ংসেবক হিসাবে দক্ষিণ ভারতে সামাজিক কাজে যুক্ত ছিলেন। তারপর তিনি বিজেপির হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তেলেঙ্গানায় পিএম রাওজি বিজেপির হয়ে কাজ শুরু করেন। তবে এই প্রথম তিনি দক্ষিণের বাইরে দলের হয়ে কাজ শুরু করতে আসছেন।

দলে তিনি মৃদুভাষী বলেই পরিচিত। সাংবাদিকদের সঙ্গে পিএম রাওজি সুম্পর্ক রেখে নিজের কাজ করতে ভালোবাসেন। এমনকি সংবাদ মাধ্যমকে কিভাবে ব্যাবহার করা যায় সেবিষয়ে তিনি সিদ্ধহস্ত।

পিএম রাওজি বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। তবে বাংলায় আসার আগে তিনি দিল্লিতে বর্তমানে বাংলার রাজনীতি নিয়ে চর্চায় ব্যস্ত বলে খবর। সূত্রের খবর, বাংলায় কাজের সুবিধার জন্য তিনি একজন সহকারি পর্যবেক্ষক দিল্লির কাছে চেয়েছেন। অরবিন্দ মেননের জায়গাতেই তিনি তাঁর নিজের পছন্দ মতো কাউকে বসাতে চান বলে সূত্রের খবর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here