রাজেন রায়, কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিনের সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে শুক্রবার বিকেলে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী অর্ধসত্য কথা বলে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
বড়দিনের সকালে কৃষক ইস্যুতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গে রাজনৈতিক কারণে কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ দিল্লি এসে সেই সরকারই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিনি নয়, এই নিয়ে রাজনীতি করছেন খোদ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অধর্সত্য বলে কৃষকদের বিভ্রান্ত করতে চাইছেন। কেন্দ্র পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের এই সিদ্ধান্তে কোনও কৃষকই খুশি নন।”
তিনি আরও বলেছেন, কৃষকদের ফসল সম্পূর্ণ বেসরকারি করণের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা সব সময় কৃষকদের স্বার্থে সহযোগিতা করে এসেছি।
আমি নিজে কিছুদিন আগে পরপর দুটি চিঠি এই সংক্রান্ত বিষয়ে লিখেছিলাম।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গের জন্য মোদী সরকার কিছুই করেনি। জিএসটি বাবদ প্রাপ্য ৮৫ হাজার কোটি টাকা পড়ে রয়েছে, সেখানে দেওয়া হয়েছে মাত্র ৮ হাজার কোটি টাকা। এটা স্পষ্ট যে কেন্দ্র বৃহত্তর রাজনৈতিক স্বার্থে কাজ করছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের জন্য কোনও কাজ করছে না।
আর আমার আদর্শ এবং দায়িত্ববোধ নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তার উত্তরে বলব, পশ্চিমবঙ্গের মানুষ জানেন আমি পশ্চিমবঙ্গের জন্য কি করেছি এবং আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা যে ধরনের কুরুচিপূর্ণ অভিযোগ আমার বিরুদ্ধে তুলেছেন পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবে।