সরকারি অনুমোদন পেল পাবলিক ওয়াইফাই, আরও বেশি সহজ লভ্য হবে হাইস্পিড ইন্টারনেট

আমাদের ভারত, ১০ ডিসেম্বর: দুর্গম এলাকা হোক কিংবা বড় শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকা। খুব তাড়াতাড়িইষ দেশের যে কোন প্রান্তে পেয়ে যাবেন হাই-স্পীড ওয়াইফাই নেটওয়ার্ক। এবার যখন তখন হটস্পট কানেকশন দেশের মানুষের হাতের মুঠোয় চলে আসতে চলেছে। বুধবার কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ পাবলিক ওয়াই-ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে।

যে কোনো সাধারণ মানুষ এই সংযোগ দিতে পারবেন। পাবলিক ওয়াই-ফাই এক্সেস নেটওয়ার্ক ইন্টারফেসকে(WANI) গ্রিন সিগন্যাল দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই ঘটনাকে নব্বইয়ের দশকের পাবলিক টেলিফোনে বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে।

ফোন বা কম্পিউটারে এই পাবলিক ওয়াই-ফাই সংযোগ পাওয়া খুবই সহজ হবে। অল্প ব্যবহারের খরচ পড়বে ১০ টাকারও কম। এর জন্য অ্যাপে আপনি যত টাকা ভরবেন সেখান থেকে তা কাটা যাবে। অনেকটা ইউপিআই পেমেন্ট এর মত।

এই সরকারি ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। এরপর দেশের যেখানেই যান আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। ভিডিও,ছবি ডাউনলোড করা হোক বা খেলা দেখা দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে আর কোন সমস্যা হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কয়েক বছর আগেই ট্রাই সরকারকে এই পাবলিক ওয়াই-ফাই হটস্পট তৈরি করার পরিকল্পনা দেয়। এর ফলে ডিজিটাল সংযোগ যেমন বাড়বে তেমনি মফস্বল বা গ্রামের মানুষের সামনে রোজগারের একটি রাস্তা তৈরি হবে। কোটি কোটি মানুষ এরফলে সস্তায় ব্রডব্যান্ড সংযোগ পাবে। এই ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের সুবিধা পেতে সরকারকে কোন লাইসেন্স ফি দিতে হবে না।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আশা প্রকাশ করেছেন এরফলে ডিজিটাল সংযোগে আরও বেশি উৎসাহিত হবে মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here