কবি যতীন্দ্রমোহন বাগচীর ১৪৩ তম জন্মদিন পালন হল করিমপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ নভেম্বর:
শুক্রবার কবি যতীন্দ্র মোহন বাগচীর ১৪৩ তম জন্ম দিন পালন হল করিমপুরে। এদিন করিমপুর বাসস্ট্যান্ডে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। উপস্থিত ছিলেন করিমপুর-১ এর বিডিও অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। দর্পণ মুখের খোঁজে নামে করিমপুর থেকে প্রকাশিত একটি সাহিত্য পত্রিকা এই অনুষ্ঠানটি পরিচালনা করে। তাদের উদ্যোগে গত বছর থেকে কবির নামে পুরস্কার চালু হয়। এবার এই পুরস্কার পেলেন মোনালিসা চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত যতীন্দ্র মোহন বাগচী নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম করিমপুর-১ ব্লকের যমশেরপুরে জন্ম গ্রহণ করেন। রবীন্দ্র পরবর্তী যুগে তাঁর কবিতা মানুষের ভালো লাগে। তাঁকে গ্রাম্য কবিও বলেন অনেকে। তাঁর প্রতিটি কবিতায় গ্রাম্য পরিবেশের ছোঁয়া আছে। মহকুমার মানুষের অভিযোগ, কবি তাঁর প্রাপ্য সম্মান পাননি। তাঁকে নিয়ে কোনও সরকার কিছু করেনি। দীর্ঘদিন দাবির পরে কিছুদিন আগে করিমপুর বাসস্ট্যান্ডে কবির একটি আবক্ষ মূর্তি স্থাপিত হয়। সেই মূর্তির কাছেই এবারে কবির জন্মদিন পালন হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here