কবি, ছড়াকার, চিত্রশিল্পী মনোহর নন্দীকে দেওয়া হল সংস্কৃতি চক্র সম্মান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৯ জানুয়ারি: সংস্কৃতি চক্র সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট কবি, ছড়াকার, চিত্রশিল্পী মনোহর নন্দী।রবিবার সন্ধ্যায় বাকুঁড়া শহরের তাজগঙ্গা হলে ভারতীয় সংস্কৃতি চক্র আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মান দেওয়া হয়। অকাল প্রয়াত সঙ্গীত শিল্পী জয়দেব বরাট ও অকাল প্রয়াত বিশিষ্ঠ সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব ও শিল্পী জয়ন্ত বরাট-এর স্মৃতিতে জেলার গুনী শিল্পীদের সংস্কৃতি চক্র প্রদান করে চলেছে ভারতীয় সংস্কৃতি চক্র।

এবছর এই সম্মানে ভূষিত হলেন মনোহরবাবু। তাঁকে এই সম্মান প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার পার্থ কুন্ডু, সমাজসেবী ও ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদেব সিনহা, সমাজসেবী সুশান্ত বিশ্বাস, প্রাক্তন সহকারী স্কুল পরিদর্শক চিত্তরঞ্জন কুন্ডু। সকলেই মনোহর বাবুর শিল্পকর্ম, কবিতা, ছড়া ও রচনা তার সহজ সরল জীবন চর্চা তুলে ধরেন। অনুষ্ঠানে তার হাতে স্মারক তুলে দেন সংস্থার সহ-সম্পাদক বুদ্ধদেব পাল, উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন সম্পাদক বৃন্দাবন বরাট, পুষ্পস্তবক অর্পণ করেন সুশান্ত নন্দী, উপহার প্রদান করেন হরসুন্দর দত্ত। মানপত্র পাঠ করেন আবৃত্তিকার পার্থ কুন্ডু। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন সহসভাপতি সোমনাথ বরাট।

অনুষ্ঠানে শক্তি মায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বৃন্দাবন বরাটের পরিচালনায় গীতিনাট্য পরিবেশীত হয়। পূজা পর্যায়ের রবীন্দ্র সঙ্গীত সহযোগে এই নৃত্যনাট্যে নৃত্য পরিচালনা করেন শ্রাবন্তী। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন চৈতালি দরিপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *