
আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ: করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জেলা জুড়ে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। ভেতরে প্রবেশ করার সময় সাংবাদিকদের স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতে হয়।
এসপি প্রথা ভেঙ্গে তাঁর কার্যালয় থেকে বেরিয়ে দপ্তরের বাইরে প্রেস মিট করেন। তিনি জানান, ভিন রাজ্য থেকে আসা গাড়ি ও ব্যক্তিদের পরীক্ষা করার পর তবেই ঢুকতে দেওয়া হচ্ছে। মাস্ক নিয়ে কালোবাজারি রুখতে জোরদার অভিযান চালানো হচ্ছে। জেলার প্রতিটি থানায় নির্দেশ জারি করা হয়েছে হাত ধুয়ে তবেই ঢুকতে হবে। খড়গপুর রেল স্টেশনে, বাসস্ট্যান্ড গুলিতেও নজরদারি চালানো হচ্ছে।