
আমাদের ভারত, হাওড়া, ২১ মার্চ: করোনা ভাইরাসের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে বিক্রি করছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, এই পরিস্থিতির জন্য কোনো জিনিসের দাম বাড়ানো যাবে না। তবু উলুবেড়িয়া শহরের বিভিন্ন বাজার থেকে বেশী দামে চাল, আলু ও পেঁয়াজ বিক্রি করছিল ও মাল মজুত নেই বলে জানাচ্ছিল বিক্রেতারা। এই খবর প্রশাসনের কাছে পৌঁছনোর পর পুলিশকে সঙ্গে নিয়ে প্রশাসনের একটি টাস্ক ফোর্স হানা দেয় বিভিন্ন বাজারে। নীমদিঘি বাজারে দাম বেশি নেওয়ায় একটি চালের গোডাউনের মালিককে আটক করে নিয়ে যাওয়া হয়।