বেআইনি মদের বিরুদ্ধে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযান পশ্চিম মেদিনীপুরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ:
পশ্চিম মেদিনীপুর জেলাতে বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু হয়েছে। বেলদা, দাঁতন, নারায়ণগড়, কেশপুর, ঘাটাল, দাসপুর ও ডেবরা থানা এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছেন পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। আজ বুধবার সকালে রাজ্য পুলিশ ও আবগারি পুলিশের যৌথ অভিযান চালানো হয় নারায়ণগড় থানার বড় কলঙ্কাই এবং দাঁতন থানার মির্জাপুর এলাকায়।

বড় কলঙ্কাই থেকে এদিন চার হাজার তিনশো কুড়ি লিটার বেআইনি চোলাই মদ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে আটটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। এছাড়াও দাঁতন থানার মির্জাপুর থেকে নয়শো পঁচাত্তর লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। দুটি জায়গাতে নষ্ট করে দেওয়া হয়েছে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here