বিজেপি কাউন্সিলদের ভাঙানোর খেলায় নামলে পুলিশ ও তৃণমূলকে চূড়ান্ত মূল্য চোকাতে হব, হুঁশিয়ারি: সায়ন্তন বসুর

আমাদের ভারত, ১২ মার্চ: আগামী পুরসভা নির্বাচনের পর গতবারের মতো কাউন্সিলর ভাঙানোর খেলায় মেতে উঠলে তৃণমূলকে চূড়ান্ত মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করে বলেন, ২০১৫ সালে খড়গপুর পৌরসভা নির্বাচনে বিজেপির জয়ী কাউন্সিলারের মধ্য ৫জনকে ভয় দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করে খড়্গপুরে পুরবোর্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল। পুলিশের হুমকির সামনে দাঁড়িয়ে বিজেপি ও অন্যান্য দলের জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছিল।

বুধবার খড়গপুর শহরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন সায়ন্তন বসু। সেখানে তিনি বলেন, গতবার খড়্গপুরে পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে খুন, ধর্ষন সহ একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি আর বিপুল টাকা ও চাকরির প্রলোভন দিয়ে বিজেপি কাউন্সিলরদের তৃণমূল কংগ্রেসের যোগ দিতে বাধ্য করা হয়েছিল। ২০২০ সালের পুরসভা নির্বাচনের পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পুলিশ ও তৃণমূলকে চূড়ান্ত মূল্য দিতে হবে বলে হুমকি দেন সায়ন্তন বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *