তেহট্টে তিনটি জগদ্ধাত্রী পুজো কমিটিকে পুরস্কৃত করল পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর:
তেহট্টে জগদ্ধাত্রী পুজোয় তিনটি সেরা পুজো কমিটিকে পুরস্কৃত করল আর্যবার্তা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিস যৌথ ভাবে। এবছর পুজোর প্যান্ডেলের থিমের মাধ্যমে যারা মানুষকে কোভিড সচেতন করছে এবং তার সাথে সরকারি নিয়ম ও হাইকোর্টের নির্দেশ মেনে পুজো করেছে সেই সব পুজো কমিটির মধ্যে প্রথম তিনটিকে পুরস্কৃত করা হয়। এবার বিচারকদের নিরিখে প্রথম পুরস্কার পেয়েছে যুব সংঘ, দ্বিতীয় হাই স্কুলপাড়া বারোয়ারী, তৃতীয় ঐক্যতান ক্লাব। এদের হাতে পুরস্কার তুলে দেন মহকুমা পুলিস আধিকারিক শ্যামল মন্ডল, আই সি তাপস পাল ও পঞ্চায়েত প্রধান মুক্তি হালদার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here