মুখ্যমন্ত্রীর বাসস্থান কালিঘাটে মানুষকে ঘরে রাখতে তৎপড় পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ২৪ মার্চ: লকডাউনে কলকাতাবাসীকে ঘরে রাখতে তৎপর পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জনতাকে ঘরে রাখতে সক্রীয় লালবাজার।
মুখ্যমন্ত্রীর বাসস্থান কালিঘাটে মানুষকে ঘরে রাখতে পুলিশের সেই তৎপতা দেখা গেল।

আজ কালিঘাট থানার পুলিশ সকাল সকাল রাস্তায় নামে। সকালেই টহলদারির কাজ শুরু করে পুলিশ। যেখানেই অযাচিত ভাবে বাইকের আনাগোনা দেখেছে সেখানেই বাইক থামিয়ে জেরা করেছে পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসলে কি হতে পারে তাও জনতাকে বলছে কালিঘাট থানার পুলিশ। তারসঙ্গে কালিঘাট থানায় সংলগ্ন ফুটের দোকানগুলি বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ। কখনও কখনও দেখা গিয়েছে লাঠি দিয়ে দু’একঘা মারতে।

এটিএমের সামনেও কালিঘাট থানার পুলিশ হানা দেয়। দূরত্ব বজায় রেখে টাকা তোলার কথা সাধারন মানুষকে বলেন উর্দিধারিরা। এছাড়াও গলিতে গলিতে হানাদিয়ে চায়ের আড্ডাও ভাঙার চেষ্টা করলেন পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, লকডাউন ভাঙলে কলকাতা পুলিশ কড়া ব্যাবস্থা নেবে। সোমবার এই কথা জানিয়েছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তারপরেই বিকেলে রাস্তায় ধরপাকর শুরু করেছিল লালবাজার। আর মঙ্গলবার সকাল থেকেই জনতাকে রাস্তায় আসা আটকাতে তৎপর হয়েছে কালিঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *