সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ জুলাই: লক ডাউনের নির্দেশ মানতে বুধবার, সন্ধ্যেয় বিশেষ প্রচার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের করোনা ভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারি ঘোষিত প্রাথমিকভাবে বৃহস্পতিবার, শনিবার জুলাই এবং পরের সপ্তাহের বুধবার লকডাউন মানার পরামর্শ দেয় পুলিশ।
লকডাউন পর্বে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস, পরিবহন এবং বানিজ্যিক প্রতিষ্ঠান, দোকান, বাজার বন্ধ থাকবে। শুধুমাত্র স্বাস্থ্য, বিদ্যুৎ, দমকল, জল, আদালত ইত্যাদি পরিষেবা সচল থাকবে। ওষুধের দোকান, কুটির শিল্প, আন্ত: রাজ্য ও বহিঃ রাজ্য পণ্য পরিবহন, প্রিন্ট মিডিয়া এবং মুদ্রণ, রান্না করা জিনিস হোম ডেলিভারি এই সমস্ত পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সম্পূর্ণ লকডাউন পর্বে সকলকে ঘরে থাকার পাশাপাশি মাস্ক পরার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে।