স্কিমার আতঙ্কে ভবঘুরেকেই আটক পুলিশের, থানায় জেরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৫ ডিসেম্বর: স্কিমার আতঙ্ক এখন এতটাই বেড়ে গিয়েছে যে সামান্য কোনও ঘটনা হলেও বিষয়টি যাচাই করে নিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শ্যামবাজারে এসবিআই ব্যাঙ্কের এটিএমে লাগাতে গিয়ে এরকমই হাতেনাতে ধরা পড়ল একজন।

শ্যামবাজারের বাটার কাছে একটি এটিএমের নিরাপত্তারক্ষীর এক ব্যক্তিকে দেখে সন্দেহ হলে, তিনি ফোন করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যান শ্যামপুকুর থানার পুলিশ। এরপরেই সন্দেহভাজনকে আটক করা হয়। থানায় দৌড়ে আসেন লালবাজারের গোয়েন্দারাও। শ্যামপুকুর থানায় বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে কিছু কথা বলার পরই বোঝা যায় যে মানুষটি ভবঘুরে। এটিএম কাউন্টারে ঢুকে কিছু টানাটানির চেষ্টা করছিল। ওই যুবকের বাড়ি চিৎপুরে। কথা বলে নিশ্চিন্ত হয়ে যুবককে ছেড়ে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here