
গোপাল রায়, আমাদের ভারত, ৯ মার্চ: রবীন্দ্রনাথের গানে অশ্লীল শব্দ ব্যবহার করে ছাত্রীদের গাওয়া গান ভাইরালের ঘটনায় চারিদিক যখন উত্তাল। তখন রবীন্দ্রভারতী ছায়া দেখা গেল আরামবাগে। পিঠে অশ্লীল ভাষা লিখে দোল খেলায় আরামবাগ থানার পুলিশ আটক করল দুই যুবককে।
জানা গেছে, ওই দুই যুবক ভিনদেশ থেকে রাজমিস্ত্রির কাজে এসেছে। সোমবার দোল পূর্ণিমার উপলক্ষে বেশ কিছু যুবক রং খেলছিল। হঠাৎ পুলিশের নজরে পড়ে দুই যুবকের পিঠে অশ্লীল ভাষা লেখা। এরপর পুলিশ ওই দুই যুবককে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায়। অন্যদিকে দোল খেলার অশ্লীল আচরণের জন্য ৪২ জনকে আটক করল গোঘাট থানার পুলিশ।
জানা গেছে, দোল উৎসবে রং, আবির নিয়ে বিভিন্ন এলাকার যুবকরা সাধারণ মানুষের ওপর ও মহিলাদের ওপর অশ্লীল আচরণ করলে গোঘাট থানার পুলিশ ৪২ জনকে আটক করে তাদের গোঘাট থানায় নিয়ে যায়।