নির্বাচনের আগে পুলিশি ধরপাকড়, নোয়াপাড়ায় গুলিভর্তি বন্দুক সহ দুষ্কৃতী পুলিশের জালে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ জানুয়ারি: নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে দাগী অপরাধীদের ধরপাকড়। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গারুলিয়ার তেলেনিপাড়া গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতি আকাশ চৌধুরীকে গুলিভর্তি ওয়ান শটার বন্দুক সহ গ্রেপ্তার করেছে। আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন থানা এলাকায় দাগী অপরাধীদের ধরতে পুলিশি ধরপাকড় অব্যাহত থাকবে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।

বাংলায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যেই শুরু হয়েছে দাগী অপরাধীদের ধরপাকড়। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় যাতে দাগী অপরাধীরা কোনও ভাবেই এলাকায় গোলমাল পাকাতে না পারে সেই কারনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন থানায় চলছে পুলিশি অভিযান। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার পুলিশ বুধবার গভীর রাতে গোপনে অভিযান চালিয়ে আকাশ চৌধুরী নামে এক কুখ্যাত দুষ্কৃতিকে গুলিভর্তি ওয়ান শটার বন্দুক সহ গ্রেপ্তার করেছে। আকাশ চৌধুরী অস্ত্র চোরাকারবারী বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন থানায় অপরাধ মূলক কাজে আকাশ চৌধুরী জড়িত ছিল বলে পুলিশ সূত্রের খবর।

আকাশকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। জানা গেছে, গারুলিয়ার তেলিনিপাড়া ঘাটের সামনে ইতস্তত ঘোরাফেরা করছিল আকাশ। গোপন সূত্রে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে। কি কারনে গুলি ভর্তি বন্দুক নিয়ে সে ঘুরছিল তা ওই দুষ্কৃতিকে জেরা করে জানতে চাইছে পুলিশ। আকাশ চৌধুরী কোনও দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার তদন্তকারী পুলিশ কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here