
আমাদের ভারত, বনগাঁ, ২৬ ফেব্রুয়ারি: দুই শিশু পাচারকারী মহিলাদের গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লাগ্রাম পঞ্চায়েত এলাকার রঘুনাথপুরে। শিশু বিক্রির অভিযোগে দুই মহিলাকে আটকে মারধর করার খবর পেয়ে, ঘটনাস্থলে পুলিশ গেলে গোপালনগর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। পুলিশ ওই মহিলাদের ঘর থেকে বের করতে গেলে গোপালনগর থানার সুবর্ণ বিশ্বাস নামে এক এস আইকে মারধর করে, পুলিশ গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে গ্রামবাসীরা। অভিযোগ, এই গ্রামের সঙ্গীতা সরকার ও প্রতিমা বিশ্বাস নামে দুই মহিল এক নয় মাসের শিশুকে বিক্রি করেছে। এই অভিযোগ তুলে তাদের একটি ঘরে আটকে রেখে মারধর করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, শিশু বিক্রি করার ২০ হাজার টাকা দিতে হবে।
সেই খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ওই দুই মহিলাকে উদ্ধার করতে রঘুনাথপুর পৌঁছায়। সেই সময় স্থানীয় লোকেরা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ এবং পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই মহিলা ও আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও এসআই সুবর্ণ বিশ্বাসকে মারধর ও হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে গোপালনগর থানায়। সঙ্গীতা সরকার ও প্রতিমা বিশ্বাসকে গোপন জবানবন্দির জন্য বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।