পুলিশের উপর অ্যাসিড ছুঁড়ে হামলা পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ জানুয়ারি: পুলিশ কর্মীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল এক ব্যক্তি।  বুধবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড়ে। গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মোহন রাজোয়াড় নামে ওই পুলিশ কনস্টেবলকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি আচমকা  একটি স্টিলের গ্লাসে তরল কিছু পুলিশ কর্মীর মুখে ছুঁড়ে দেয়।  তখনই ওই পুলিশ কর্মীর মুখ পুরোপুরি ঝলসে যায়। পুরুলিয়া সদর থানার পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এই কাজ করেছেন। তার উপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে কী কারণে এমনটা হল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here