হিলিতে সিএএ–র সমর্থনে মিছিল ঘিরে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

আমাদের ভারত, বালুরঘাট, ১৮ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে হিলিতে বিজেপির মিছিল আটকালো পুলিশ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ নেতা কর্মীদের। মিছিল আটকাতেই পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপির নেতা কর্মীদের। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ঘন্টা খানেকের বিক্ষোভ আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সহ র‍্যাফ ও কমব্যাট ফোর্স। যদিও পরে পুলিশ ও বিজেপি কর্মীসমর্থকদের যৌথ আলোচনায় স্বাভাবিক হয় পরিস্থিতি। স্বাভাবিক হয় যান চলাচল। পরে এনিয়ে হিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথ সভাও করেন বিজেপির নেতা কর্মীরা। জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিজেপি নেতা নীলাঞ্জন রায় সহ ব্লক ও জেলা স্তরের অন্যান্য নেতা কর্মীরা।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাস চললেও পুলিশ নির্বিকার। অথচ, এখানে বিজেপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ শক্তি প্রদর্শন করেছে। আমাদের মিছিল জোর করে আটকে দিয়েছে পুলিশ। যার প্রতিবাদেই রাস্তায় বসে আন্দোলন আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *