বেলদার খাকুড়দায় হেলমেট বিহীন বাইক আরোহীদের থেকে জরিমানা আদায় পুলিশের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: পথনিরাপত্তার উপর জোর দিয়ে জোরদার কর্মসূচিতে নেমেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও বেলদা থানার পুলিশ প্রশাসন। সেইমতো আজ বেলদা থানার খাকুড়দাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরে সবক শেখানোর পাশাপাশি চলল আইনের শাসন। এদিন পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের শুধু নয় তার সঙ্গে পেছনে বসা ব্যক্তিদের মাথায় হেলমেট না থাকলে তাদের কাছ থেকেও আইন অনুযায়ী জরিমানা আদায় করা হল। রীতিমতো আরটিও অনুমোদিত আইন অনুযায়ী জরিমানার খতিয়ান ব্যানার সহযোগে টাঙ্গিয়ে চলল হেলমেট বিহীন বাইক আরোহী ও সেই সঙ্গে পথচলতি ছোট বড় গাড়ির সিটবেল্ট বিহীন চালকদের থেকে জরিমানা আদায়।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নারায়ণগড় ব্লকের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তার ওপর জোর দিয়ে চলছে পুলিশি কঠোর ও কঠিন পদক্ষেপ। হেলমেট বিহীন বাইক আরোহীদের সঙ্গে পথচলতি ছোট বড় গাড়ির সিট বেল্ট বিহীন চালককে সবক শেখাতে আইনের শাসন চালাচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। সেইমতো আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার খাকুড়দাতে হেলমেট বিহীন বাইক চালক ও পথচলতি বেল্ট বিহীন ছোট বড় গাড়ির চালকদের রীতিমতো ব্যানার টাঙ্গিয়ে আরটিও আইন অনুযায়ী জরিমানার চার্ট দেখিয়ে চলল আইনের শাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *