পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে কোলে মার্কেটে হানা পুলিশ কমিশনার অনুজ শর্মার

নীল বনিক, আমাদের, ১০ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর দেখানো পথে এবার শহরের বাজারে হানা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। পেঁয়াজের কালোবাজারি আটকাতে মঙ্গলবার তিনি সরাসরি চলে যান পাইকারি বাজার কোলে মার্কেটে।

গতকালই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন যদুবাবুর বাজারে। সেখানে তিনি পেঁয়াজের পাইকারি দাম এবং খুচরা দাম নিয়ে খোঁজখবর করেন। ব্যবসায়ীদের সঠিক দামে পেঁয়াজ বিক্রি করার কথা বলেন, না হলে সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে বলেও জানান। আজ সেই পথে হেঁটে সবজির পাইকারি বাজার করে মার্কেটে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেখানে তিনি পেঁয়াজের পাইকারি বিক্রেতাদের সঙ্গে প্রথমে কথা বলেন। তাদের কাছ থেকে পুলিশ কমিশনার জানতে চান কত টাকায় এদিন পেঁয়াজ বিক্রি করা হয়েছে। সব শুনে অনুজ শর্মা বলেন, পেঁয়াজের কালোবাজারি হলে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা গ্রহন করবে।

প্রসঙ্গত, পেঁয়াজের কালোবাজারি আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন বাজার পরিদর্শন করার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অনেক আগেই পেঁয়াজের ফটকাবাজি আটকাতে বাজারে হানা দিয়েছিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এবার সরাসরি রাস্তায় নামলেন নগরপাল। লক্ষ্য একটাই, পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে নিয়ে আসা। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, পুজোর আগে থেকেই পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছিল আস্তে আস্তে। সেইসময় যদি প্রশাসন এমন অভিযান করতো তাহলে পেঁয়াজের গন্ডি ১৫০ পার হতো না। তবে দিন পনেরোর মধ্যে পেঁয়াজের দাম পুরোপুরি নিয়ন্ত্রনে আসবে বলে জানিয়েছেন টাস্কফোর্সে সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, নাসিক থেকে রাজ্যে পেঁয়াজ আসা শুরু করেছে। তাছাড়া চলতি মাসেই স্থানীয় পেঁয়াজ উঠবে। তাই পেঁয়াজের দাম এবার অনেকটাই নিয়ন্ত্রনে আসবে বলে জানান রবীন্দনাথ কোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *