মাঝরাতে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবলের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৩ ফেব্রুয়ারি: নিজের সার্ভিস ইন্সাস থেকে গুলি লেগে গুরুতর জখম হলেন পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের এক কনস্টেবল।

জানা গিয়েছে, ওই কনস্টেবল এর নাম স্বরূপ লায়েক। বুধবার মাঝরাত নাগাদ ঘটনাটি ঘটে পুলিশ লাইনের বারাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা পুলিশ মহলে। হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশ সুপার সেলভা মর্গন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকী দত্ত সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা।

কী কারনে এই ঘটনা ঘটলো তা জানার জন্য তদন্তের কথা জানান জেলা পুলিশ সুপার। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মানসিক অবসাদের কারণ ওই কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করে। তবে এই কথা প্রকাশ্যে স্বীকার করেননি জেলা পুলিশ সুপার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here