করোনার সংক্রমণ ঠেকাতে দোকানের সামনে গণ্ডি কাটলো পুলিশ 

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: করোনার সংক্রমন ঠেকাতে দোকানের সামনে গন্ডি কেটে লাইন দেওয়া শেখালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার জেলার বিভিন্ন বাজারে হানা দিয়ে অযথা ভিড় না জমাবার কথা মাইকে প্রচার করে পুলিশ। কিন্তু তারপরেও নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকানে ভিড় দেখে পুলিশ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এরপর কিভাবে লাইন দিয়ে জিনিসপত্র কিনলে করোনার সক্রমন এড়ানো যাবে পুলিশকর্তারা তা সাধারন মানুষকে বোঝান এবং দোকানের সামনে চকদিয়ে গন্ডি কেটে দেন। প্রত্যেককেই গন্ডির মধ্যে দাঁড়িয়ে থেকে মালপত্র কেনার কথা বলেন পুলিশ কর্মীরা।

বিক্রেতাদের দূরত্ব বজায় রেখে মালপত্র বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। নিয়ম না মানলে ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মেদিনীপুর খড়গপুর ঘাটাল সহ বিভিন্ন বাজারে ঔষধের দোকানে লাইন দেওয়ার জন্য গন্ডি কেটে দিয়েছে পুলিশ। প্রত্যেক ওষুধের দোকানের সামনে কেটে দেওয়া গণ্ডির মধ্যে বাধ্যতামূলকভাবে দাঁড়িয়ে ওষুধ ও অন্যান্য জিনিসপত্র কিনতে হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের এবং ওষুধের দোকানের সামনে ভিড় থাকলে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here