গোপীবল্লভপুরের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ১৮০০ লিটার মদ তৈরির সামগ্রী নষ্ট করল পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩১ মার্চ: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের একাধিক জায়গার চোলাই ঠেকে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল নয়াগ্রাম আবগারি দফতর ও গোপীবল্লভপুর থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী।

জানাগেছে, সুত্র মারফত খবর পেয়ে শুক্রবার আবগারি দফতরের নয়াগ্ৰাম সার্কেলের আইসি জয়ন্ত বোস ও গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর পার্থ সারথি দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে ভালিয়াডিহা, বাঁশিয়া, বনগোড়া, হাতিবাড়ি সহ পাশাপাশি আরো বেশ কয়েকটি গ্রামে অভিযানে প্রায় ২০ লিটার চোলাই মদ এবং ১৮০০ লিটার মদ তৈরির সামগ্রী উদ্ধারের পাশাপাশি প্রচুর উপকরণ নষ্ট করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here