জে মাহাতো, মেদিনীপুর, ২৩ জুলাই: বৃহস্পতিবারের লক ডাউনে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সর্বত্র বাজার রাস্তাঘাট একেবারে শুনশানl দুই জেলার সদর শহর ও বিভিন্ন এলাকার বাজারগুলিতে কার্যত বন্ধের চেহারা দেখা গেছেl স্বাস্থ্য দপ্তরের গাড়ি ছাড়া রাস্তায় অন্য কোনো গাড়ি দেখলে পুলিশ সঙ্গে সঙ্গে আটকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেl পর্যাপ্ত কারণ ছাড়া গাড়িগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছেl বিনা কারণে রাস্তায় বের হওয়া ব্যক্তিদের ধমক দিচ্ছে পুলিশ।
খড়গপুর শহরের ইন্দা মোড়ে ঢুকে পড়া একাধিক সবজি গাড়ি আটক করে সেগুলিকে ফেরত পাঠিয়েছে খড়গপুর লোকাল থানার পুলিশ। দুই জেলাতেই লকডাউন সফল করতে সকাল থেকে চলছে কড়া পুলিশি নজরদারি।