
আমাদের ভারত, মালদা, ২৭ মার্চ: এই লকডাউনের মধ্যে মালদা শহরের ফুটপাত বাসীদের বিরিয়ানি খাওয়ালো জেলা পুলিশ। আজ জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রত্যাশীদের হাতে বিরিয়ানির প্যাকেট পাউরুটি তুলে দেয় পুলিশ কর্তারা
করোনা ভাইরাসের জেরে লকডাউনে রাস্তায় ভবঘুরেদের মিলছে না খাবার। ফলে না খেয়ে দিন কাটাচ্ছে তারা। এমনি খবর আসছিল জেলার পোস্টফিস মোড়, রাজ হোটেল মোড়, থানা মোড়, রথবাড়ি মোড়, স্টেশন সহ একাধিক এলাকা থেকে। সেই মত আজ মুড়ি, চিড়া, গুর, বিরিয়ানী নিয়ে ভবঘুরেদের খাওয়ালেন পুলিশ। এদিন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার এই খাবার নিজে দাঁড়িয়ে থেকে তুলে দেন। যতদিন লকডাউন চলবে ততদিন এই খাবার প্রতিদিন দেওয়া হবে।
তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারও আজ ভবঘুরেদের সাহায্যে এগিয়ে এলেন। তাদের হাতে খাবার তুলে দেন। ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজার ও মাক্স বিলি করলেন। স্টেশনের ভবঘুরেদের ভাত খাওয়ালেন।