
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ মার্চ: কড়া ব্যবস্থা নিয়েও হেলমেট বিহীন বাইক আরোহীদের শিক্ষা দেওয়া যাচ্ছে না। একের পর এক দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। তাই হেলমেট বিহীন আরোহীদের বিবেক জাগ্রত করতে অন্য পদ্ধতির সাহায্য নিল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ। দোলের দিন শাস্তির পরিবর্তে বাইক থামিয়ে তাদের মুখে আবির মাখাল পুলিশ।
আজ দোল উৎসবে শামিল হয়েছিল সবাই। তাই আজকের উৎসব যাতে নিরানন্দ না হয় সেই কারণে অনেক আগেই হেলমেট বিহীন বাইক চালকদের সতর্কতা করেছিল পুলিশ। কিন্তু তাতেও কিছু হয়নি। তাই আজ সকাল থেকেই তাদের সতর্ক করতে রং নিয়ে পথে নেমেছিল পুলিশ। এদিন বেলিয়াবেড়া থানার রান্টুয়া মোড়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের বিবেক জাগ্রত করতে তাদের মুখে আবির মাখিয়ে দিয়ে মিষ্টিমুখ করাল পুলিশ এবং সাথে সাথে বলেও দিলেন ভবিষ্যতে যাতে তারা হেলমেট পড়েন। এছাড়া এদিন যে সকল মোটরসাইকেল আরোহী হেলমেট পড়ে এসেছিলেন তাদেরকেও মিষ্টিমুখ করানো হয় বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে।