২০১টি খোয়া যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: ২০১টি খোয়া যাওয়া মোবাইল মালিকদের ফেরত দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। আজ ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে এগুলো তুলে দেওয়া হয় নিজ মালিকের হাতে।

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মাত্র ২মাস থেকে ৩মাস আগে খোয়া যাওয়া ২০১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ নিজের সোর্স কাজে লাগিয়ে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্যে থেকে লক্ষাধিক টাকার মোবাইল উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল। পুলিশ সূত্রে, জানা গেছে ২০১টি উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে একুশ লক্ষ টাকা। এদিন মোবাইল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বিশ্বজিৎ মাহাতো, ডিএসপি সুকুমার চক্রবর্তী, ওসি মহম্মদ আলি প্রমুখ। গতবছর জানুয়ারি মাস থেকে ৫৮০ টি মোবাইল তাদের আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here