করোনার সতর্কতায় দূরত্ব বজায় রাখতে ওষুধ ও মুদি দোকানে চুন দিয়ে দাগ কেটে দিল পুলিশ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ:
দূরত্ব বজায় রাখতে মুদিখানার দোকান, ওষুধের দোকানের সামনে চুন দিয়ে দাগ কেটে দিল পুলিশ।করোনা সংক্রমণ ঠেকাতে জমায়েত না করার আবেদন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তারপরও ভিড় উপচে পড়ছে। আবার কোনও দোকানে কাছাকাছি না থাকার আবেদন অনুরোধ করেও মিলছে না সুফল। এবার পুলিশকে যেতে হল দোকানে। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের দোকানগুলিতে চুন দিয়ে ৩ ফুট দূরত্বে গোল দাগ দিয়ে দেন।

ঘাটাল থানার অফিসার কৌশিক সেন জানিয়ে দেন, করোনার সতর্কতায় সামাজিক দূরত্ব রাখার জন্য এই নিয়ম করা হয়েছে সবত্র।অামরাও জেলাপুলিশ ও প্রশাসনের নির্দেশ পালন করছি ও সচেতন করছি সবাইকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here