
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ:
করোনার সংক্রমন থেকে বাঁচতে বাজারে লাইন দেওয়া শেখাল পুলিশ। বুধবার কলকাতার বাজারগুলিতে হানা দেয় কলকাতা পুলিশ। অযথা বাজারে ভিড় না জমাবার কথা মাইকে প্রচার করে তারা। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকানে ভিড় দেখে কপালে ভাঁজ পড়ে লালবাজারের কর্তাদের। তারপর তারাই মানুষকে লাইন দিয়ে জিনিষপত্র কেনার কথা বলেন।
কিভাবে লাইন দিয়ে আনাজ বা ঔষধ কিনলে করোনার সক্রমন এড়ানো যাবে তাও বেলেঘাটায় সাধারণ মানুষকে বোঝায় লালবাজার। দোকানের সামনে চকদিয়ে গন্ডি কেটে দেয়। প্রত্যেককেই গন্ডির মধ্যে দাঁড়িয়ে থেকে মালপত্র কেনার কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। বিক্রেতাদের দূরত্ব বজায় রেখেই মালপত্র বিক্রি করার কথা বলে পুলিশ। নিয়ম না মানলে ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবার কথা বলে পুলিশ। পাটুলিতেও ওষুধের দোকানে লাইন দেওয়ার জন্য গন্ডি কেটে দিয়ে এসেছে পাটুলি থানার পুলিশ।