টিকিয়া পাড়ার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এলাকায় র‍্যাফের টহল

বিশ্বজিৎ রায়, হাওড়া, ২৯ এপ্রতল: বিশাল পুলিশ বাহিনী নিয়ে টিকিয়াপাড়া এলাকায় রুট মার্চ হাওড়া পুলিশের। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রায় দেড়শ র‍্যাফ নিয়ে রুটমার্চ হয় টিকিয়াপাড়া এলাকায়। কিন্তু মূল ঘটনা ঘটার পর প্রায় ১৮ ঘন্টা হয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি হাওড়া পুলিশ। ঘটনায় শুধুমাত্র ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ডেপুটি কমিশনার সেন্ট্রাল জবি থমাস। তবে শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, করোনা সংক্রামিত এলাকা হিসাবে আগেই প্রশাসন টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড, গঙ্গারাম বৈরাগী লেন এবং জোলাপাড়া মসজিদ লেন সহএকাধিক জায়গাকে চিহ্নিত করেছে। ওইসব এলাকাকে কমপ্লিট লকডাউন এর আওতায় আনা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কাল বিকালে বাজার এলাকায় বেশ কিছু যুবক ঘোরাঘুরি করলে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। পুলিশের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পুলিশের দুটি গাড়ি ভাঙ্গচুর করা হয়। আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ কার্যত তাড়া খেয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *