শিশু মৃত্যু নিয়ে ধোঁয়াশা, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

আমাদের ভারত, মালদা, ১৬ ফেব্রুয়ারি: মালদার গাজোলে শিশু মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনও কোনও কারণ জানতে পারেননি স্বাস্থ্য আধিকারিকরা। তাই ময়না তদন্তের জন্য দুই শিশুর দেহ কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠাল পুলিশ।

শুক্রবার মালদার গাজোলে বাঁশঝাড়ে খেলতে গিয়ে অসুস্থহয়ে পরে চার শিশু। এরপর সন্ধ্যায় চলে ঝাড়ফুঁক। ঘটনায় মৃত্যু হয় দুই শিশুর। বাকি দুইজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা শনিবার সারাদিন এলাকায় ঘুরেও কোনও কারণ জানতে পারেননি। এরপরই
ময়না তদন্তের জন্য মৃত দুই শিশুর দেহ কবর থেকে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত রবিবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কবর থেকে তুলে দুই শিশুর দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে আনা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here