অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ জুলাই:
দ্রুত গতির যান চলাচল রুখতে তৎপর বেলিয়াবেড়া থানার পুলিশ। এদিন বেলিয়াবেড়া থানার বাহারুনার ৯ নং রাজ্য সড়কের উপর দেখা গেল স্পিড মেসিন দিয়ে গাড়ির গতি মাপা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, যেসব গাড়ির গতি প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটারের বেশি রয়েছে সেই সকল গাড়িগুলিকে ধড়পাকড় করা হচ্ছে। মূলত দুর্ঘটনা এড়াতে ও গাড়ির গতি কমাতে এই উদ্যোগ বলে জানা গেছে। বেলিয়াবেড়া থানার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।