তিলজলা থানার উদ্যোগে রক্তদান শিবিরে রক্ত দিলেন পুলিশ কর্মীরা

নীল বনিক, আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: রক্তদান শিবির করলেন তিলজলা থানার পুলিশ কর্মীরা। থানার উদ্যোগে এই রক্তদান শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার যুবকরাও রক্তদান করে। এদিন প্রায় দেড়’শ জন রক্তদান করেন।

তিলজলা থানার এই রক্তদান শিবিরকে অভিনন্দন জানালেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান। শনিবার তিলজলা থানার রক্তশিবিরে যান তিনি। সেখানে রাজ্যের মন্ত্রীকে তিলজলা থানার ওসি জয়সূর্য মুখার্জি স্বাগত জানান। তিলজলা থানার রক্তদান শিবিবিরের ব্যাপারে জাভেদ খান বলেন, পুলিশের এমন কর্মসূচিতে তাদের জনসংযোগ বৃদ্ধি হয়। আর জনসংযোগ বৃদ্ধি হলে পুলিশের কাজ করতে সম্পূর্ন হয়। তাছাড়া পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে বলে জানান রাজ্যের মন্ত্রী।

এদিনের তিলজলা থানার রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিসি ইএসডি অজয় প্রসাদ। এছাড়াও প্রাক্তন ফুটবলার মৃদুল ব্যানার্জি ও প্রশান্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here