
গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩ আগস্ট: গোঘাট থানার পুলিশের মানবিক মুখ। দুঃস্থ আহতর পাশে দাঁড়ালেন গোঘাট থানার ওসি বঙ্কিম বিশ্বাস।
জানাগেছে গত বুধবার সুলুট গ্রামের বাসিন্দা টোটন রায় নামে এক ব্যক্তি লকডাউনের সময় কাজের তাগিদে বাড়ি থেকে বের হয়েছিল। ওই সময় রাস্তায় পুলিশের গাড়ি টহল দেওয়ার জন্য বের হলে পুলিশকে দেখে বেশ কয়েকজনকে ছুটে পালাতে যায়। ওই সময় টোটন রায় ছুটতে গিয়ে একটি গর্তে পড়ে মারাত্মক ভাবে হাতে পায়ে চোট পায়। সেই সময় পুলিশ আহত টোটন রায়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তার চিকিৎসার জন্য মাঝে মাঝে কিছু টাকা থানার তরফ থেকে দেওয়া হত। সোমবার গোঘাট থানা ওসি বঙ্কিম বিশ্বাস ওই আহত টোটন রায়ের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন পরিবারের হাতে।