ফের ঘাটাল বাজারে মাস্ক অভিযান পুলিশের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ অক্টোবর: আজ আবারও চলল ঘাটাল বাজারে মাস্ক অভিযান। এদিনের অভিযানে ছিলেন ঘাটালের সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ ও ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক।

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতিতেও মানুষজন উৎসবে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছেন। হাটে, বাজারে,শপিংমলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা প্রতিরোধের জন্য মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু বারবার সচেতন করা হলেও সচেতন নয় ঘাটালের নাগরিকদের একাংশ। তাই পুলিশ প্রশাসন নজর রাখা শুরু করেছে সমস্ত দোকান এবং বাজারে, ঠিকমতো মাস্ক ব্যবহার হচ্ছে কি না। ক্রেতা এবং বিক্রেতা ও পথচলতি সাধারণ মানুষ উভয় পক্ষকে অবশ্যই মাস্ক পড়তে বলা হয়। এজন্য দোকান বাজার পরিদর্শন করা হচ্ছে। কোনও ক্রেতা কিংবা বিক্রেতা যদি মাস্ক না পড়েন, তাকে সতর্ক করা হচ্ছে। যদি কথা না শোনা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হচ্ছে। ঘাটালের সমস্ত বাজার দোকান, বাজার, শপিংমলগুলোতে এইভাবে চেকিং চলবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *