ক্যানিং হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার করল পুলিশ

আমাদের ভারত, ক্যানিং, ২৩ ডিসেম্বর : সোমবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে নয় দিনের এক শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার হল সেই সদ্যোজাত। জীবনতলা থানার মাখালতলা থেকে ওই শিশুটিকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত শাহানারা লস্কর ও তার স্বামী ফারুক লস্করকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।

সোমবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে ওই শিশুটিকে চুরির ঘটনা ঘটে। শিশুটির মা রাকিবা মোড়ল তার মা আমিনা মোড়লের কোলে সন্তানকে রেখে হাসপাতালের ভিতরে মেয়ের জন্ম সার্টিফিকেট আনতে গিয়েছিলেন। সেই সময় আমিনাকে বোকা বানিয়ে অভিযুক্ত শাহানারা শিশুটিকে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাকিবা। বিষয়টি জানাজানি হতেই ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। হাসপাতাল সহ বিভিন্ন এলাকার সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গতকাল সন্ধ্যায় ঘুটিয়ারি শরীফ এলাকার মাখালতলা থেকে উদ্ধার হয় ওই শিশু। ক্যানিং থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত পোদ্দারের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে নিঃসন্তান শাহানারা। তাই সে শিশু চুরি করেছিল। সোমবার শিশুটিকে চুরি করে বাড়ি ফিরে অন্যত্র ভাড়া বাড়িতে উঠেছিল স্বামী স্ত্রী। মাখালতলায় একটি সদ্যোজাত শিশু এসেছে শুনে এলাকায় গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় হটাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পান তদন্তকারি পুলিশকর্মীরা। সেখানে গিয়েই উদ্ধার হয় শিশুটি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here