করোনা আতঙ্কে পর্যটক বোঝাই বাস আটক নদিয়া প্রশাসনের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ মার্চ:
উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়া ৬৭ জন সদস্য সহ পর্যটক বোঝাই বাস আটক নবদ্বীপে। স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

সূত্রের খবর, গত ১২ মার্চ নদিয়ার চাকদা থেকে একটি টুরিস্ট বাস ৬ জন শিশু সহ ৬৭ জন পর্যটক নিয়ে ১৮ দিনের টুরিস্ট প্যাকেজের মাধ্যমে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, আগ্রা সহ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আজ দুপুরে নবদ্বীপ হয়ে চাকদা যাওয়ার পথে নবদ্বীপ রেলগেটে বাসটিকে আটকায় নবদ্বীপ থানার পুলিশ সহ কুইক রেসকিউ টিম। ব্লক বিডিও এবং বিএমওএইচ ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এদের মধ্যে যদি কারোর জ্বর সর্দি কাশি বা অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা যায় তাহলে তাদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। প্রত্যেককে ১৪ দিন ঘরে থাকার উপদেশ দেওয়া হল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here