
সুশান্ত ঘোষ, গোবরডাঙ্গা, ৮ জুন: আমফান ও কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত গৃহহীনদের ত্রিপল দেবেন বলে ঠিক করেছিলেন বিজেপি নেতা দুলাল বর। সেইমত একটি গাড়ি করে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন বাগদায়। রাতে সেই গাড়ি আটকে তৃণমূল দুষ্কৃতীদের সহযোগিতায় ত্রাণের ত্রিপল ছিনিয়ে নিল মছলন্দপুর ফাঁড়ির পুলিশ, অভিযোগ দুলাল বরের।
বাগদা এলাকায় বহু মানুষ আমফান ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত। এখনও অনেকেই কোনও সরকারি সাহায্য পায়নি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। সেই অসহায় মানুষের কথা মাথায় রেখে এক হাজার ত্রিপল কলকাতা থেকে এবং অন্যান্য বিজেপি নেতাদের কাছ থেকে চেয়েচিন্তে নিয়ে আসছিলেন বাগদায়। সেই সময় মছলন্দপুরের তৃণমূল নেতা অজিত সাহার অনুগামীদের সাহায্য নিয়ে ফাঁড়ির ওসি গাড়ি আটকে সেই ত্রিপল ছিনিয়ে নেয়, এমনই জানালেন দুলাল বর। অন্যদিকে, পুলিশের অভিযোগ ওই ত্রিপলের কোনও চালান ছিল না। সেই কারণে ত্রিপল আটক দেওয়া হয়েছে।
দুলাল বর বলেন, বাগদার দুর্গত মানুষদের জন্য ত্রিপল আনছিলাম। সেই সময় মছলন্দপুর এলাকার তৃণমূল নেতা অজিত সাহার অনুগামীদের সাহায্য নিয়ে ফাঁড়ির ওসি গাড়ি আটকায়। এরপর কিছু মদপ্য যুবক পুলিশের সামনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তায় আমাকে আমার গাড়ি সহ আটকে রেখে দেয়। পরে গোবরডাঙ্গার ওসি ও হাবড়া থানার আইসি এসে আমার গাড়ি থেকে ত্রিপলগুলো ছিনিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, গাড়িতে যে ত্রিপল ছিল সেই ত্রিপলের কোনও বৈধ কাগজ বা চালান ছিল না সেই কারনেই ত্রিপল আটকে রাখা হয়েছে।